বেন স্টোকসের আইপিএল শেষ

1680
ben stokes

স্পোর্টস ডেস্ক: মাত্র এক ম্যাচ খেলেই এবারের আইপিএল থেকে ছিটকে গেলেন বেন স্টোকস। নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে হাতের আঙুলে চোট পেয়েছেন রাজস্থান রয়্যালসের এই ইংলিশ অলরাউন্ডার।

সোমবার রাতে পাঞ্জাবের ক্যারিবীয় ব্যাটসম্যান ক্রিস গেইলের ক্যাচ ধরতে গিয়ে আঙুলে আঘাত পান স্টোকস। পরে স্ক্যান করে দেখা গেছে একটি আঙুলের হাড় ভেঙে গেছে।

ভাঙা আঙুল নিয়ে ওই ম্যাচে ১ এক ওভার বল করে পরে আর কোনো বল করতে পারেননি স্টোকস। পাঞ্জাব কিংসের দেয়া ২২২ রানের লক্ষ্যে ওপেনিংয়ে অবশ্য ব্যাট করতে নেমেছিলেন বেন স্টোকস। কিন্তু ৩ বল খেলে ফিরেছেন ০ রান করে।

বেন স্টোকসের ইনজুরি মোস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালসের জন্য বড় আঘাত। এর আগে ইনজুরির কারণে আইপিএলের শুরু থেকে তারা পাচ্ছিল না স্টোকসের জাতীয় দলের সতীর্থ জোফরা আর্চারকে। এই ইংলিশ ফাস্ট বোলারও আঙুলে চোট পেয়েছেন।