প্রচ্ছদ অর্থনীতি টানা দর বাড়ছে ডমিনেজ স্টিলের

টানা দর বাড়ছে ডমিনেজ স্টিলের

প্রান্তজন প্রতিবেদক: পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত হওয়া কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ার দর টানা বাড়ছে। এর ধারাবাহিকতায় সোমবার (১৪ ডিসেম্বর) কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার সর্বশেষ কোম্পানিটির শেয়ার ৪৩ টাকা ৩০ পয়সায় বেচাকেনা হয়েছে। এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। কোম্পানির মোট ৪৭ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গত ২ ডিসেম্বর ডমিনেজ স্টিলের লেনদেন ১৫ টাকায় শুরু হয়েছে। মাত্র ৯ কার্যদিবসে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৮ টাকা ৩০ পয়সা বা ১৮৯ শতাংশ।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯৫ কোটি টাকা। কোম্পানির শেয়ার সংখ্যা ৯ কোটি ৫০ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০ দশমিক ২০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৫০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৫ দশমিক ৩০ শতাংশ শেয়ার আছে।

Exit mobile version