অ্যালার্জি থাকলে ফাইজারের টিকা নয়, ব্রিটেনে সতর্কতা

    1225
    covid vaccin

    আন্তর্জাতিক ডেস্ক: যাদের শরীরে গুরুতর অ্যালার্জি আছে, তাদের ফাইজারের টিকা না নেওয়ার জন্য সতর্ক করেছে যুক্তরাজ্য।

    ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা দেওয়ার দ্বিতীয় দিনেই এমন সতর্কতা জারি করল যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।

    যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) দুই কর্মী মঙ্গলবার ভ্যাকসিন গ্রহণের পর তাদের শরীরে অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার পরই এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

    সতর্ক বার্তায় বলা হয়েছে, যাদের গুরুতর অ্যালার্জি রয়েছে তাদের ফাইজারের টিকা গ্রহণ করা উচিত হবে না।

    এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে, সব টিকাকেন্দ্রে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার থেকে ফাইজারের ভ্যাকসিন নিতে আসা সবাইকে অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা তা জিজ্ঞেস করা হচ্ছে।

    তবে ফাইজার বিবৃতি দিয়ে বলেছে, যারা টিকা পেয়েছেন, তাদের মধ্যে দু’জনের অ্যালার্জির মতো প্রতিক্রিয়া হয়েছে। কেন তা হয়েছে, তা জানতে এনএইচএসের তদন্তে আমরা সব রকম সাহায্য করব। তবে আমরা ৪২ হাজার স্বেচ্ছাসেবককে দুটি করে পরীক্ষামূলক ডোজ দিয়েছিলাম। তাদের কারোরই কোনও বিপজ্জনক প্রতিক্রিয়া হয়নি।