স্পোর্টস ডেস্ক: বৃষ্টির কারণে নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়েছে। যদিও কিউইরা আগেই ২-০তে সিরিজ জিতে নেওয়ায় এই ম্যাচটি ছিল নিয়মরক্ষার।
সোমবার (৩০ নভেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে শুরু থেকে বৃষ্টির দাপট ছিল। যেখানে টস জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে পাঠান স্বাগতিক অধিনায়ক মিচেল স্যান্টনার।
পরে সফরকারীদের ইনিংসের ২.২ ওভারে ফের বৃষ্টি নামে। আর বৃষ্টি দীর্ঘায়িত হলে শেষ পর্যন্ত আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। এ সময় ১ উইকেট হারিয়ে ২৫ রান তুলেছিল উইন্ডিজ। ৭ বলে ১১ রান করা ব্র্যান্ডন কিংকে ফেরান লকি ফার্গুসন। আন্দ্রে ফ্লেচার ৪ ও কাইল মায়ার্স ৫ রানে অপরাজিত ছিলেন।
এ ম্যাচে এক উইকেট ও মোট ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা নির্বাচিত হন ফার্গুসন।