ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে নির্মাণ সামগ্রী ফেলে রাখার অভিযোগে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪টি মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব উল আহসান।
তিনি জানান, সিটি মেয়র মো. ইকরামুল হক টিটুর নির্দেশনায় জনভোগান্তি লাঘবে মহানগরীর রাস্তাসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রাখা নির্মাণ সামগ্রী সরাতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান তিনি।